অন্তঃশীল

সুদিনের আশায় তুমি, ছেড়েছ আপন দেশ
মনের আকাশ মেঘলা ছিল, ছিল ভীরু বিদ্বেষ।
নয়নে অশ্রু ছিল, নয়ন ছিল আড়ালে
বিষাদে মন ভারী ছিল, ঢেকেছি হাসির ছলে।
শ্বাস-প্রশ্বাস ছিল রুদ্ধপ্রায়, গঙ্গাপ্রাপ্তির কাছাকাছি
সংকটাপন্ন চিত্তে এখনো, বিরহের প্রহর গুনছি ।


Comments

Popular posts from this blog

হতাম যদি

আমরা কেন কপি করি ?

ঠিকানা