Sunday, September 25, 2016

অন্ত:শীল

সুদিনের আশায় তুমি, ছেড়েছ আপন দেশ
মনের আকাশ মেঘলা ছিল, ছিল ভীরু বিদ্বেষ।
নয়নে অশ্রু ছিল, নয়ন ছিল আড়ালে
বিষাদে মন ভারী ছিল, ঢেকেছি হাসির ছলে।
শ্বাস-প্রশ্বাস ছিল রুদ্ধপ্রায়, গঙ্গাপ্রাপ্তির কাছাকাছি
সংকটাপন্ন চিত্তে এখনো, বিরহের প্রহর গুনছি ।


0 comments:

Post a Comment

© আজীবনের জন্য আনিসুজ্জামান বাবলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত. Powered by Blogger.