Sunday, September 25, 2016

অন্তঃশীল

সুদিনের আশায় তুমি, ছেড়েছ আপন দেশ
মনের আকাশ মেঘলা ছিল, ছিল ভীরু বিদ্বেষ।
নয়নে অশ্রু ছিল, নয়ন ছিল আড়ালে
বিষাদে মন ভারী ছিল, ঢেকেছি হাসির ছলে।
শ্বাস-প্রশ্বাস ছিল রুদ্ধপ্রায়, গঙ্গাপ্রাপ্তির কাছাকাছি
সংকটাপন্ন চিত্তে এখনো, বিরহের প্রহর গুনছি ।


0 comments:

Post a Comment

© আজীবনের জন্য আনিসুজ্জামান বাবলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত. Powered by Blogger.